Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সম্প্রতি কর্মকান্ড
 
 
০১। পল্লী দারিদ্রবিমোচনে সুদমুক্ত ঋণ কার্যক্রম
 
(১)    পল্লী সমাজসেবা কার্যক্রম (আরএসএস: ১-৬ পর্ব)।
(২)    পল্লী মাতুকেন্দ্র কার্যক্রম(আরএমসি)।
(৩)    এসিডদগ্ধ ও শারিরীক প্রতিবন্ধীদের পুনর্বাস কার্যক্রম।
(৪)    পল্লী সমাজসেবা কার্যক্রম(আরএসএস) ও সুদমুক্ত ঋণ তহবিল।
(৫)    আশ্রয়ণ প্রকল্প কার্যক্রম।
(৬)   ইউসিডি ঘূর্ণায়মান ও সুদমুক্ত ঋণ তহবিল কার্যক্রম।
 
০২। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন ভাতা বিতরণ কার্যক্রম:
 
ক) বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ কার্যক্রম।
খ) বয়স্ক ভাতা বিতরণ কার্যক্রম।
গ) বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা বিতরণ কার্যক্রম।
ঘ) অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা বিতরণ কার্যক্রম।
ঙ) প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে স্তরভিত্তিক শিক্ষা উপ-বৃত্তি প্রদান কার্যক্রম।
চ) দলিত,হরিজন ও বেদে এবং হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বয়স্ক/বিশেষ ভাতা প্রদান কার্যক্রম।
ছ) দলিত,হরিজন ও বেদে এবং হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষা উপ-বৃত্তি প্রদান কার্যক্রম।
জ) হিজড়া জনগোষ্টির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপ-বৃত্তি প্রদান কার্যক্রম।
 
প্রতিষ্ঠানিক/অপ্রাতিষ্ঠানিক কার্যক্রমঃ
 
০৩। ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান(বেসরকারী এতিমখানা)।
০৪। সদর হাসপাতাল ও উপজেলা রোগীকল্যাণ সমিতি কার্যক্রম।
০৫। জেলা সমাজকল্যাণ পরিষদ।
০৬। ক্যান্সার,কিডনী,লিভারসিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের আর্থিক        সহায়তা কর্মসূচি।
০৭। স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিয়ন্ত্রণ ও নিবন্ধন প্রদান কার্যক্রম।
০৮। শহর সমাজসেবা (ইউসিডি) কার্যক্রম।
০৯। সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম,মাগুরা।
১০। প্রবেশন এন্ড আফটার কেয়ার সার্ভিস কার্যক্রম।
১১। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র,মাগুরা।
১২। সরকারী শিশুপরিবার(বালিকা) কার্যক্রম।
১৩। প্রতিবন্ধী নিবন্ধন কার্যক্রম।
১৪। ডাটাবেজ/এম,আই,এস কার্যক্রম।