Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঘটনাপুঞ্জ

জেলা সমাজসেবা কার্যালয়, মাগুরার সাম্প্রতিক ঘটনাপুঞ্জ/কর্মকান্ড:

সামাজিক নিরাপত্তা বেষ্টনি কার্যক্রমের আওতায় দেশের প্রায় এক কোটি ব্যক্তিদেরকে তাদের ভাতার টাকা সরাসরি G2P পদ্ধতিতে EFT প্রদান করার অভিপ্রায়ে মোবাইল ব্যাংকিং প্রক্রিয়ায় যাতে সহজে ভাতার টাকা তাদের হাতে পৌঁছে দেওয়া যায় তাই সারাদেশে ভাতাভোগীদের বিকাশ ও নগদের হিসাব খোলার কাজ সম্পন্ন হয়েছে। মাগুরা জেলায় ০৫ টি ভাতা প্রদানকারী ইউনিট (উপজেলা সমাজসেবা কার্যালয় ও শহর সমাজসেবা কার্যালয়) নিরলসভাবে এ কাজ করে যাচ্ছে। বর্তমানে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সকল ভাতাভোগীকে মোবাইল ব্যাংকিং পদ্ধত প্রক্রিয়ায় "নগদ" ও "বিকাশে"র মাধ্যমে ভাতা প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সামাজিক নিরাপত্তা কার্যক্রমে ইতিহাস সৃষ্টি হলো।