ডিজিটাল মেলা ২০১৮ এর মাধ্যমে সমাজসেবা অধিদফতরাধীন মাগুরা জেলার
বিভিন্ন উন্নয়ন তুলে ধরা হয়।
দুঃস্থ, বিপন্ন ও অনগ্রসর জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা প্রদান ও তাদের আর্থ-সামাজিক উন্নয়ন সাধনের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সমাজসেবা অধিদফতর। সমাজের অনগ্রসর অংশকে মূলধারার পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পঞ্চাশটি কার্যক্রমের মাধ্যমে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় সুবিধাবঞ্চিত,দরিদ্র অসহায়দের সামাজিক নিরাপত্তা প্রদান ও ক্ষমতায়নের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে সমাজসেবা বিভাগ পথিকৃতের ভ’মিকা পালন করছে। ১৯৭৪ সালে আর,এস,এস তথা সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচির প্রবর্তক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান। তাঁরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রবর্তন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস